বাংলা ফটো নিউজ : সাভারে ইসলামী ব্যাংকের সিনিয়র এক কর্মকর্তার বাড়ির গ্রীল কেটে ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় লুট হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম।
এর আগে গতকাল বুধবার দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লা থেকে বাদশা (২৮) ও শাকিল (২৬) নামে দু’জনকে আটক করে পুলিশ। তারা সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার বাসিন্দা।
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো. ওমর ফারুক সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে আশুলিয়ায় কর্মরত আছেন।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈদ-উল-আযহার ছুটিতে ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান। সেখানে অবস্থানকালে গত বুধবার গভীর রাতে চোরেরা পৌর এলাকার দক্ষিণ রাজাশন মহল্লার বাসার মেইন গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পেছনের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে সমস্ত ঘর তছনছ করে। এ সময় চোররা বাড়িতে থাকা ডলার, স্ত্রীর স্বর্ণালঙ্কার এবং নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ব্যাংক কর্মকর্তা মাওলানা মুফতি মো. ওমর ফারুক বলেন, আশপাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে বুধবার দুপুরে এলাকার লোকজন বাদশা (২৮) ও শাকিলকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল আলম বলেন, ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply