বাংলা ফটো নিউজ : সাভারে গত কয়েক দিনের বৃষ্টিতে পৌর এলাকার বিভিন্ন সড়কে পানিতে থই থই করতে দেখা যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অফিসগামী ও শিক্ষার্থীসহ গার্মেন্টস শ্রমিকরা।
শুক্রবার (২০ জুন) পৌর নাগরিকদের অধিকাংশ সড়ক ও অলিগলিতে ছড়িয়ে পড়া পয়োনিষ্কাশনের দূষিত পানিতে নেমে গন্তব্যে যেতে দেখা গেছে।
কোথাও আবার সড়ক ছাপিয়ে সেই পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও। বর্ষার সময় সবচেয়ে করুণ চিত্র থাকে এই পৌর শহরজুড়ে।
ভুক্তভোগী পৌরবাসীর অভিযোগ, ঢাকার উপকণ্ঠে অবস্থিত সাভার পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সেবার মান বাড়েনি এতটুকু। ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে অল্প বৃষ্টিতেই পৌরসভার সড়কগুলো তলিয়ে যায়। দীর্ঘদিন জমে থাকা পানি নিষ্কাশিত না হতে পারায় কয়েকদিনের জমে থাকা পানিতে আবর্জনা মিশে দুর্গন্ধযুক্ত হয়ে যায়। ফলে পানিবাহিত চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায় সড়কের এ জলাবদ্ধতা।
শুধু তাই নয়, এ সুযোগে রিকশা ও অটোরিকশাগুলো বেশি ভাড়া গুনছেন। অটোরিকশার এক চালক বলেন, সড়কের জমে থাকা পানি ও খানাখন্দে অটোরিকশা অনেক সময় দুর্ঘটনায় কবলিত হয়। যার ফলে অতিরিক্ত ভাড়া আদায় না করে কোনো উপায় থাকে না।
এদিকে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌরবাসীর দাবি, দ্রুত যেন ড্রেনেজ ব্যবস্থাপনার সংস্কার করা হয়।
Leave a Reply