বাংলা ফটো নিউজ : সাভারে দিনদুপুরে এক জুয়েলারি দোকানের কর্মচারীকে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। তার নাম আব্দুল মালেক (৪৫)।
শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন এলাকার সুরমা টায়ার কারখানার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল মালেক কান্দি ভাকুর্তা এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ছোলাই মার্কেটের একটি জুয়েলারি দোকানের গয়না তৈরির কারিগর ছিলেন।
পুলিশ জানায়, টায়ার কারখানার পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিলায়েত হোসেন বলেন, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যার পর লাশের গলায় রশি পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply