1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2025, 2:51 am

চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তীতে মৌসুমী

  • আপডেট টাইম : Sunday, March 25, 2018
  • 310

বাংলা ফটো নিউজ : ১৯৯৩ সালের ২৫ মার্চ , বৃহস্পতিবার ছিলো ঈদ উল ফিতর। সেদিনই চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা প্রথম রূপালী পর্দায় প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে প্রথম দেখতে পান ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে। এটি নির্মাণ করেছিলেন সোহানুর রহমান সোহান এবং ‘আনন্দমেলা সিনেমা লিমিটেড’র ব্যানারে প্রযোজনা করেছিলেন সিরাজুল ইসলাম ও সুকুমার রঞ্জন ঘোষ । তারসঙ্গে জুটি হয়েছিলেন এই চলচ্চিত্রে প্রয়াত অমর নায়ক সালমান শাহ। প্রথম চলচ্চিত্র দিয়েই মৌসুমী দর্শকের মনে প্রিয় নায়িকা হিসেবে স্থান করে নেন। ‘কেয়ামত থেকে কেয়ামত’র মুক্তির দিন থেকে আজকের দিন পর্যন্ত চলচ্চিত্রে অভিনয়ে মৌসুমী ২৫ বছর পূর্ণ করলেন।

অভিনয়ের পথচলার পঁচিশ বছরে মৌসুমী অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আবার মৌসুমী নিজেও চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্রে নিজের পঁচিশ বছর পূর্ণ হওয়া প্রসঙ্গে মৌসুমী বলেন,‘ দেখতে দেখতে এতোটা বছর পেরিয়ে গেলো ভাবাই যায়না। আজ ভীষণভাবে মনে পড়ছে আব্বুর কথা। মনে পড়ছে আমার প্রথম চলচ্চিত্রের হিরো সালমানের এবং মান্না ভাইয়ের কথা। কৃতজ্ঞ ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ ভাইয়ের কাছে যার ক্যামেরা দিয়ে আমাকে প্রথম দেখেন এবং পরে রফিকুর রহমান রেকু ভাইয়ের কথা।

কৃতজ্ঞ ক্যাসেন্ড্রা লিমিটেডর প্রধান শাকিব লোহানী, পরিচালক সোহান ভাই, যাদের চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছি প্রয়াত শ্রদ্ধেয় চাষী ভাই, নারগিস আপা এবং রাজ’র প্রতি। কৃতজ্ঞ পাঠকপ্রিয় ম্যাগাজিন আনন্দ বিচিত্রা, সিনেমা, প্রিয়জন, চিত্রালী এবং সাংবাদিক বড় ভাই প্রয়াত শ্রদ্ধেয় আওলাদ ভাই। আমার মা, দুই বোন ইরিন, স্নিগ্ধা আমার পাশে থেকেছে সবসময়। আর যে মানুষটির ভালোবাসায় এবং সহযোগিতায় আমি পরিপূর্ণ তিনি আমার সকল সুখ দুঃখের সাথী আমার স্বামী ওমর সানী। আমার দুই সন্তান ফারদিন এবং ফাইজাহর জন্য দোয়া করবেন সবাই।’

এদিকে চলচ্চিত্রে অভিনয়ের রজত জয়ন্তীতে আজ ‘মৌসুমী ফ্যান ক্লাব’ মৌসুমী ও সালমান শাহকে নিয়ে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমী, শ্রদ্ধা ভরে স্মরণ করা হবে সালমান শাহকে এবং অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ওমরসানী।

ওমরসানী বলেন,‘ রজতজয়ন্তীতে মৌসুমীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পরম ভালোবাসা নিয়ে স্মরণ করছি সালমান শাহকে। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন। মৌসুমী বর্তমানে উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ চলচ্চিত্রের কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews