1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2025, 2:54 am

ভালুকায় বিস্ফোরণে দেয়াল ধসে নিহত ১

  • আপডেট টাইম : Sunday, March 25, 2018
  • 310

বাংলা ফটো নিউজ : ময়মনসিংহের ভালুকার মাষ্টারবাড়ি এলাকায় শনিবার দিবাগত রাত দেড়’টার দিকে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ৩য় তলার দেয়াল ও কাচের দরজা-জানালাগুলো ভেঙ্গে প্রায় ২০০ মিটার পর্যন্ত দূরত্বে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে একজনের লাশ পড়ে ছিল। ঝলসে যাওয়া ও গুরুতর আহত তিনজনের মধ্যে হাফিজ (২৫) ও দীপ্ত সরকার (২৫) নামে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাজমুল (২৪) নামে অপর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

মচিমহা’র জরুরি বিভাগের চিকিৎসক জার্জিয়া জানান, ভতিকৃদের শরীরের ৫০ শতাংশই ঝলসে গেছে। এদের অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা সকলেই খুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজির (খুয়েট) ছাত্র। মাষ্টারবাড়ি ইসকয়ার ইন্ডাষ্ট্রিজে এরা ইন্টার্ণ করতে ১০ দিন আগে এই ছয় তলা ভবনের তয় তলায় ভাড়া নেয়।

বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ও ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে অবস্থান করছেন। ঢাকা থেকে বোমা ডিস্পোজাল টিমের সদস্যরা ভালুকা উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান। এদিকে জনাকীর্ণ স্থানটিতে বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশ শত শত উৎসুক লোক ভিড় করছেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি ঘটতে পারে। তবে ঢাকা থেকে বোমা ডিস্পোজাল টিমের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। তিনি জানান, হতাহতরা খুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজির (খুয়েট) ছাত্র। মাষ্টারবাড়ি ইসকয়ার ইন্ডাষ্ট্রিজে এরা ইন্টার্ণ করছিল।

স্থানীয়রা জানান, ১০ দিন খুলনা ইউনিভার্সিটি অব টেকনোলজির (খুয়েট) ৪ ছাত্র এই ভবনের তিনতলায় ভবনের একটি রুম ভাড়া নেয়। ভবনটির নিচতলায় ওয়ালটনের শো-রুম রয়েছে এবং তলাগুলো আবাসিক ভাড়া দেয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews