1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
May 1, 2024, 4:08 pm

সাভারে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

  • আপডেট টাইম : Tuesday, June 26, 2018
  • 146

বাংলা ফটো নিউজ : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক এ দিবসটি পালনে সাভারে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। র‌্যালি শেষে উপজেলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন যারা মাদক সেবন করে তারা দেশ ও সমাজের শক্রু বর্তমান সরকার মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করছে। তাই মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি বন্ধ করে সমাজে সুন্দর ও সুষ্ঠ ভাবে ফিরিয়ে আসা।

এদিকে বিক্রি ও সেবন করা থেকে সমাজে ফিরে আসা বেশ কয়েকজন ব্যক্তিকে কারিতাস এর পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয় ও মাদক বিরোধী চিত্রাঙ্কান প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খাঁন, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসানসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews