বাংলা ফটো নিউজ : সাভারে শেষ হলো প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে ১০ দিন ব্যাপী তেতুঁলঝোড়া বইমেলা ২০২৪।
এ বছর বইমেলায় বিভিন্ন প্রকাশনীর ৪০টি স্টলের পাশাপাশি বঙ্গবন্ধুর দুইশর বেশী দুর্লভ ছবি প্রদর্শণ করা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে হেমায়েতপুরের ঈদগাহ মাঠে এ বই মেলার সমাপ্তি ঘোষণা করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড মোঃ কামরুল ইসলাম।
মেলা কমিটির সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply