বাংলা ফটো নিউজ : ভূমি মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত এই মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী যদি দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে সাভারের সিএন্ডবি এলাকায় ১৩৪ তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসময় আরও বলেন, বাংলাদেশ ডিজিটাল জরিপ বিডিএস কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে। বর্তমান সরকার দুর্নীতি মুক্ত এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবে না বলেও বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমান।
৫১ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কোর্সে ৫৬ জন বিসিএস প্রশাসন, বাংলাদেশ পুলিশ ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
Leave a Reply