বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টিনশেড মার্কেটের একটি দোকানে এসি বিস্ফোরণে পথচারীসহ অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে দগ্ধ দুইজনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় আদ্রিতা ফেব্রিকস অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণে আহতদের মধ্যে আদ্রিতা ফেব্রিকস অ্যান্ড টেইলার্সের মালিক ইউসুফ (৪২) এবং তার বন্ধু নাহিদসহ একজন নারী ও কয়েকজন পথচারী রয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে আহত সকলের নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মেহরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেও কাউকে আহত অবস্থায় পাইনি।
Leave a Reply