1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2025, 2:52 am

৪৭ বছর পর ‘পাক’ সীমান্ত পিলার ‘বাংলা’

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 340

বাংলা ফটো নিউজ : স্বাধীনতা অর্জনের দীর্ঘ ৪৭ বছর পর অবশেষে পঞ্চগড়ে তিনটি সীমান্ত পিলার ‘পাক’ (PAK) থেকে ‘বাংলা’য় রূপান্তর করা হয়েছে।

আজ সোমবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন তৎকালীন ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকার পাকিস্তানী সীমান্ত পিলার সংস্কার ও রং করে ‘পাক’ (PAK) এর স্থানে ‘বাংলা’ লেখে দেওয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি সূত্র জানায়, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সরদারপাড়া সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১২নং সাব পিলার, একই উপজেলার নারায়নজোত সীমান্তের মেইন পিলার ৭৩৪ এর ৩নং সাব পিলার এবং সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ১৭নং সাব পিলার এর গায়ে নামফলক হিসেবে ‘পাক’ (PAK) লেখা ছিল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে সেগুলোর গায়ে ‘বাংলা’ লেখা হয়। এর মাধ্যমে জেলায় বিভিন্ন ভারতীয় সীমান্তের সবগুলো সীমান্ত পিলারের গায়ে বাংলা/বাংলাদেশ লেখা হলো।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ জানান, পিলারগুলো বাংলাদেশ ও ভারত সীমান্তের অবস্থানের কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু করার ছিল না। অনুমতি নিয়ে সেগুলোতে ‘বাংলা’ লেখা হয়েছে। এখন থেকে পাক (PAK/Pakistan) নামফলক বিলুপ্ত হয়ে সেসব সীমান্ত পিলার ১৮ বিজিবি ব্যাটালিয়ন নিয়ন্ত্রণে থাকবে। একই সঙ্গে বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১ হাজার ১৩৬টি সীমান্ত পিলারে সবগুলোর গায়ে বাংলা/বাংলাদেশ লেখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews