বাংলা ফটো নিউজ : সাভারে জাগরনী থিয়েটারের আয়োজনে এবং ডাঃ মোঃ এনামুর রহমান সংসদ সদস্য ঢাকা-১৯ এর উদ্যোগে ৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সংস্কৃতির বিকাশে ”স্বাধীনতা দিবস নাট্যোৎসব” অয়োজন করা হয়েছে।
৫ এপ্রিল থেকে শুরু হয়ে ৫ দিনব্যাপী এ নাট্যোৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে নাটকের প্রদশর্নী শুরু হবে বলে জানিয়েছেন জাগরনী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা।
ওই দিন উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি) ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনব কুমার ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, অভিনেতা আবদুল কাদের, অভিনেতা লুৎফর রহমান জর্জ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ গিয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডাঃ মোঃ এনামুর রহমান সংসদ সদস্য ঢাকা-১৯।
নাট্যোৎসবে জাগরণী থিয়েটার এর অংশগ্রহণে প্রথম দিন মঞ্ঝায়ন হবে – আমি ও শ্যামা, দ্বিতীয় দিন লোকনাট্য দল (বনানী) কুঞ্জুস, তৃতীয় দিন ম্যাড থেটার- নদ্দিউ নতিম, চতুর্থ দিন নান্দনিক নাট্য সম্প্রদায়-নৃপতি এবং পঞ্ঝম দিন প্রাঙ্গণেমোর- কনডেম সেল।
Leave a Reply