বাংলা ফটো নিউজ : শিশু চোর সন্দেহে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজিৎ দে (৩৪) নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটকের পর রোগীদের স্বজন ও বহিরাগতরা তাকে গাছে বেঁধে দফায় দফায় মারধর করে।
আহত অভিজিৎ দে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার সুলতানপুর এলাকার কমল কান্তি দে’র পূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় ইস্রাফিল নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা কয়েকজন ওই যুবককে মারধর শুরু করে। তারা দাবি করেন, ওই যুবক বাচ্চা চুরি করতে এসেছেন।
পরে মারতে মারতে ওই যুবককে হাসপাতালের নিচে নিয়ে এলে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বসে থাকা ২০-২৫ জন যুবক তাকে ডাক বাংলোর সামনের একটি গাছে বেঁধে মারধর করেন। মরধরের পাশাপাশি তারা ওই যুবকের শরীরে সিগারেটের ছ্যাঁকা ও তার পরনে থাকা লুঙ্গিতে আগুন ধরিয়ে দেন।
এই খবর পেয়ে রাত ৮টার দিকে সাভার মডেল থানা পুলিশ অভিজিৎকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে অভিজিৎ মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন যুবককে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের চা দোকানিদের ভাষ্য, অনেক দিন থেকে থানার পাশে, ডাক বাংলো চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের চায়ের দোকানে তারা অভিজিৎকে দেখছেন। তারাও মনে করেন, অভিজিৎ মানসিক ভারসাম্যহীন।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করা। এমনকি আমাকেও বিষয়টি জানানো হয়নি। তবে খোঁজ-খবর নিয়ে দেখবো, আমাদের কারও গাফিলতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply