1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 30, 2025, 12:16 pm

খালেদার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি : সেতুমন্ত্রী

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 296

বাংলা ফটো নিউজ : বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই অভিযোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এরইমধ্যে কারাগারে থাকা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সিভিল সার্জন। তার অসুস্থ্যতার বিষয়ে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব, তাহলে দেশেই চিকিৎসা করা হবে। আর যদি মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না, তাহলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশে নীল নকশার নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ কখনো দেশে নীল নকশা নির্বাচন করে না।

আগামী রোজার ঈদের আগে টাঙ্গাইল-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানজট হবে না জানিয়ে মন্ত্রী বলেন, আমি এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আসিনাই, মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় কাজে এসেছি। তাই আমি আসলে কোন নেতাকর্মী যেন শোডাউন না করে।

এসময় মন্ত্রীর সাথে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খাঁন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান রাজু আহমেদসহ সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews