বাংলা ফটো নিউজ : ঢাকার সাভারে এক ব্যবসায়রি বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে দূবৃত্তরা। বাড়ির নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দূবৃত্তরা পালিয়ে যায়। সাভার পৌর এলাকার রাঢীবাড়ী মহল্লার বাসিন্দা ব্যবসায়ী সোহরাব হোসেনের বাড়িতে এই হামলা ভাংচুর, ও লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় তিনি একটি মামলা দায়ের করেছেন।
ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আচমকা আমরা বাড়িতে না থাকার সুযোগে আব্বাস উদ্দিন, আলামিন, হিমেল, আফতাব, বিল্লালসহ ১০/১২জন দূবৃত্তরা লোহাড় রড, পাইপ, লাঠিশোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনক্স সামগ্রীসহ সমস্ত মালামাল ভাংচুর করে। আলমারী ভেঙ্গে স্বর্ণের গহনা, নগদ টাকাসহ প্রায় ৯লাখ টাকার মালামাল লুট করে নেয়। আমার স্ত্রী শারমিন আক্তারকে টেনে হিচড়ে নিয়ে মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে দূবৃত্তরা পাশেই ছোট ভাই আশরাফ উদ্দিনের বাড়িতেও হামলা করে ভাংচুর করে। তখন ছোট ভাইয়ের স্ত্রী তানজিল হক তন্দ্রা বাধা দিলে হামলাকারীরা তাকেও মারধরের পর বিবস্ত্র করে শ্লীলতাহানীর চেষ্টা করে।
তখন তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দূবৃত্তরা চলে যায়। এঘটনায় ব্যবসায়ী সোহরাব হোসেন একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরবিার।
Leave a Reply