বাংলা ফটো নিউজ : ঢাকার সাভার পৌরসভা এলাকার ৬৫ বছর বয়সী অটোরিকশা চালক আকবর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ২৪ ঘন্টার বেশি সময় ধরে অটোরিকশাসহ তিনি নিখোঁজ রয়েছেন। এতে দুশ্চিন্তায় পরিবার ও তার স্বজনরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। আকবরের ব্যবহৃত মোবাইলফোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ আকবর আলী সাভার পৌরসভা ১নং ওযার্ডের নয়াবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি একই এলাকার মৃত ইনতাজ আলীর ছেলে।
নিখোঁজের ভাতিজা সিরাজুল ইসলাম জানায়, তার চাচা নিখোঁজের পর পুরো পরিবার ভেঙে পড়েছে। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। সংসারের জন্য অটোরিকশা নিয়ে বের হয়ে চাচা নিখোঁজ হন। আত্বীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সবস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সাভার মডেল থানাকেও অবহিত করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply