1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
May 18, 2024, 11:27 pm

মোটরসাইকেলগুলো কার?

  • আপডেট টাইম : Wednesday, April 4, 2018
  • 154

বাংলা ফটো নিউজ : ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রাজিব মুন্সি, মোঃ আব্দুর রহিম, মোঃ জাকির হোসেন ও মোঃ মোক্তার হোসেন। গত ৩ এপ্রিল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচলনা করে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন পিপিএম।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা বিশেষ করে বিভিন্ন শপিং মল, দোকান, খোলা জায়গায় পার্কিং করা, মেডিকেল হাসপাতালের সামনে অরক্ষিতভাবে রাখা মোটরসাইকেলগুলো টার্গেট করে চুরি করে। ’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে। তারা চুরি করার পর বিশেষ করে মাদারীপুর, নরসিংদী, শরীয়তপুরসহ ঢাকার পাশের জেলাগুলোতে মোটরসাইকেলগুলো একত্রিত করে। পরবর্তী সময়ে বিক্রির জন্য অন্য সিন্ডিকেট এই মোটরসাইকেলগুলো বিভিন্ন স্থানে বিক্রি করে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতাকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে আমরা চেষ্টা করবো বলে জানান ডিবি’র জয়েন্ট পুলিশ কমিশনার।

জনসাধারণের প্রতি আহবান জানিয়ে আবদুল বাতেন বলেন, ‘শপিং মলসহ যেসব জায়গায় পার্কিং এর ব্যবস্থা আছে সেখানে টোকেন এর ব্যবস্থা করলে চুরি অনেকাংশে রোধ পাবে। তাছাড়া নির্ধারিত পার্কিং ব্যতীত মোটরসাইকেল বা গাড়ি পার্কিং এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করলে চুরি হওয়ার সম্ভাবনা কমবে।’

উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে কারও মোটরসাইকেল থেকে থাকলে উপযুক্ত কাগজ ও প্রমাণাদি নিয়ে যোগাযোগ করার জন্য বলেন তিনি।

উল্লেখিত ব্যক্তিদের আটকের পর তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন স্থান থেকে

১। ঢাকা মেট্রো- ল- ১৫-৪৪০৫ (এফজেড) চেসিস নং- ME145SO11A2034465,

২। ঢাকা মেট্রো-ল-১৯-৭৮৬৯ এফজেড (ফেজার) চেসিসি নং ME121CO81C250984,

৩। ঢাকা মেট্রো-ল-১৩-৯৪২৭ (পালসার) চেসিস নং- MD2DHDHZZSCG06986,

৪। অনটেস্ট (পালসার) চেসিস নং- নাই, ইঞ্জিন নং- DHGBLF50551,

৫। ঢাকা মেট্রো-হ-৩৯-১৯৬৬ (জায়লিং) চেসিস নং- LAACAKFL095080337,

৬। ঢাকা মেট্রো-ল-২১-৮৪৫১ (এ্যাপাচিআরটিআর) চেসিস নং- MD624HC11C2L18498,

৭। ঢাকা মেট্রো- ল- ১৫-১৯১৩ (এফজেডএস) চেসিস নং-ME121C021A2034638,

৮। ঢাকা মেট্রো-ল-১৭-৬৩৯৯ (এ্যাপাচিআরটিআর) চেসিস নং- MD624HC12F2H10851,

৯। ঢাকা মেট্রো-ল-৩৩-৫১৯৮ (এ্যাপাচিআরটিআর) চেসিস নং- MD624HC11F2F07546,

১০। ঢাকা মেট্রো-ল-২১-৯০১০ (এ্যাপাচিআরটিআর) চেসিস নং- MD624HC1XH2C55640,

১১। নারায়নগঞ্জ-ল-১১-০০৫৫ (সিভিজেড) চেসিস নং- MBLMC38ECAGE01121 ও

১২। ঢাকা মেট্রো-ল-১৫-০৮১৯ (পালসার) চেসিস নং- MD2DHDJZZTCE96557 উদ্ধার করা হয়।

এছাড়াও অপর একটি অভিযানে ডিএমপি’র গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম ৬ টি চোরাই মোটারসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews