বাংলা ফটো নিউজ : যারা দেশের হয়ে নিজেদের সেরাটা উজাড় করে দেয়, তাদের সবাইকে সম্মান করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী আয়োজিত যুবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়ামন্ত্রী আরো বলেন, আমাদের দেশের সেরা খেলোয়াড় যারা আছে তাদের ইউটিলাইজড করতেই হবে। তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। সে বিশ্ব চ্যাম্পিয়ন হলো নাকি অলিম্পিক চ্যাম্পিয়ন হলো তা দেখার বিষয় না। আমরা চাই তারা ভালো খেলুক। ভালো করলে সুযোগ একদিন আসবেই।
এ সময় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ আরো অনেকে।
Leave a Reply