বাংলা ফটো নিউজ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভার ও আশুলিয়ার আলেম-উলামা এবং মসজিদের খতিব-ইমামগণদের সাথে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাভার ইসলামিয়া কামিল মাদরাসার সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা।
এ সময় আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন তুলে ধরে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, বিশ্বে অনেক সম্পদশালী দেশ আছে যারা নেতৃত্বের অভাবে ঘুরে দাড়াতে পারছে না এবং তাদের মধ্যে হানাহানি-মারামারি লেগেই আছে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করায় বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগ হচ্ছে ফলে আমাদের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
আমরা যদি দেশকে সত্যি ভালোবাসি তাহলে শেখ হাসিনার মত এমন নেতাকে ভালোবাসতে হবে। তিনি দেশকে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেটা করেছেন, মধ্যম আয়ের দেশ বলেছেন সেটাও করেছেন এরপর উন্নয়নশীল দেশের কথা বলেছেন বর্তমানে দেশ এখন উন্নয়নশীল। আবার এখন তিনি বলেছেন উন্নত এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়বেন সেই লক্ষ্যেই কাজ চলছে তিনি ঠিকই ২০৪১ সাল বলেছেন কিন্তু তার আগেই বাংলাদেশকে উন্নত এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট রাষ্ট্রে পরিনত করবেন।
দেশের এ চলমান উন্নয়ন ধরে রাখতে হলে সরকারের ধারাবাহিকতা দরকার এজন্য এই সরকারকে নির্বাচিত করতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে আবারও আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। এজন্য সকলের কাছে দোয়া এবং ভোট প্রার্থনা করেন তিনি।
তিনি আরো বলেন, আমরা ভাগ্যবান যে বঙ্গবন্ধুকে হারানোর পর আমরা শেখ হাসিনার মত এমন একজন নেতা পেয়েছি। তিনি যেনো এভাবেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকালের কাছে দোয়া প্রার্থনাও করেন তিনি।
Leave a Reply