বাংলা ফটো নিউজ : মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ঠিক আগে আগে বৃষ্টিতে ভিজছে ঢাকাসহ সারা দেশ। দুই দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি।
ঢাকার সাভারে কখনো হালকা, কখনো মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি।
বৃষ্টির পানিতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বাইরে বের হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে সাভারবাসীকে।
অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাভারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
এদিকে বৃষ্টি কাল শুক্রবারও চলতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রোববার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ দফায় বৃষ্টি চলে যাওয়ার পর এ মাসে দীর্ঘ সময় ধরে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, বৃষ্টির পর তাপমাত্রা আরও খানিকটা বাড়বে। তাপমাত্রা কমতে এ মাসের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান এ আবহাওয়াবিদ।
Leave a Reply