বাংলা ফটো নিউজ : সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা উৎপল সাহাকে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যারাতে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের পিছনে পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উৎপল সাহা জুলাই-আগস্টের বিপ্লবের পর থেকে পালিয়ে ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় প্রবেশ করলে উত্তেজিত জনতা একত্রিত হয়ে উৎপল সাহাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ আহত অবস্থায় উৎপলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। পরে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন এবং আজ দুপুরে তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।
স্থানীয়দের অভিযোগ, উৎপল সাহা আওয়ামী জমানার ‘ফ্যাসিবাদ’। তার বিরুদ্ধে আওয়ামী শাসনামলে প্রতিবেশিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের মারধরসহ বিভিন্ন হয়রানির অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই উৎপল সাহাকে আটকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।
তবে গ্রেপ্তারকৃত উৎপল সাহার পরিবারের দাবি, ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দলীয় কোন কর্মসূচিতে অংশ নেননি উৎপল সাহা। এ ছাড়া তিনি আওয়ামী লীগ সরকার পতনের অনেক আগে থেকেই দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করে পরিবারের সাথে স্বাভাবিক জীবন যাপন করছিলেন। পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন উৎপলের পরিবার।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, আসামি উৎপল সাহাকে তারা গ্রেফতারের চেষ্টা চালিয়েছেন। এরই মধ্যে সোমবার রাতে স্থানীয়রা আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply