1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
December 1, 2023, 1:39 pm

সাভারে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

  • আপডেট টাইম : Tuesday, March 14, 2023
  • 299

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার রাজাশন নির্মল মার্কেট সংলগ্ন এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দা লিউনার্ট নয়ন গমেজ নামে এক ব্যক্তি।

লম্বা লেজ, ডোরাকাটা শরীর ও চোকামুখ বিশিষ্ট প্রাণীটিকে দেখতে ইতোমধ্যে সেখানে ভীড় করেছেন শত শত মানুষ।

এদিকে স্থানীয়রা এ বিরল প্রজাতির প্রাণীটির জীবন বাচাতে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে বাড়ির পাশে কুকুরকে অনেক চিৎকার করতে শোনেন লিউনার্ট নয়ন গমেজ ও তার পরিবার। পরে আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সেখানে গেলে একটি গাছের উপর কালো রঙের এই প্রাণিটিকে দেখতে পায় তারা। এরপর গাছ থেকে প্রাণিটিকে উদ্ধার করে খাঁচায় আবদ্ধ করেন লিউনার্ট নয়ন গমেজ।

তবে বন্যপ্রাণীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে স্থানীয়রা। তারা আসলে প্রাণীটি হস্তান্তর করা হবে বলেও জানান স্থানীয়রা।

এ ব্যাপারে ঢাকা বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, গন্ধগোকুল একটি নিশাচর প্রাণী। প্রাণীটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই যদি সন্ধ্যাবেলায় অবমুক্ত করা হয় তাহলে সে নিজেই নিজের বিচরণের স্থান খুঁজে নেবে। আর আমরা যদি উদ্ধার করে আনি তাহলে প্রাণীটি তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনাই বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews