1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 30, 2023, 4:47 am
শিরোনামঃ
সাভার-কেরাণীগঞ্জে বিএনপির ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে ২ মামলা, অজ্ঞাত আসামি ৫০ আশুলিয়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভারে হিজড়া ছদ্মবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক তত্ত্বাবধায়ক ছাড়া আর কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না: বিএনপি সাভারে তিন দফা দাবিতে ইসলামী আন্দোলনের সমাবেশ সাভারে ‘চোর সন্দেহে’ চার নারী আটক সাভারে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে মায়ের পা ভেঙে দিলেন প্রতিবেশী জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা বিএনপি ক্ষমতায় থাকতে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল: ত্রাণ প্রতিমন্ত্রী আমিনবাজারে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ, সমাবেশ স্থগিত

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Tuesday, April 4, 2023
  • 317

বাংলা ফটো নিউজ : প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। এতে সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেফতার দাবি করেন।

মানববন্ধনে জাহিদুজ্জামান শাকিল বলেন, দেশ যখন আপন গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একদল হলুদ সাংবাদিক দেশের উন্নয়নের গতিরোধ করে দিচ্ছে। প্রথম আলো যেই মাছ-ভাতের স্বাধীনতার কথা বলছে এটা বর্তমান বাংলাদেশের সাথে যায় না। বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে।

মানবন্ধনে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা প্রথম আলোর নিবন্ধন বাতিল চেয়ে মানবন্ধন করছে। আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও তাদের সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছি। মিথ্যা প্রপাগাণ্ডা চালানোর জন্য উচ্চ আদালতে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন বাতিল চাই।

মানববন্ধনে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সংহতি জানিয়ে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক দাবিতে সোচ্চার। ২৬ মার্চ বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। ঐদিন প্রথম আলোতে একটি শিশুকে ১০ টাকার একটি নোট দিয়ে দেশের বিরুদ্ধে যে প্রোপাগাণ্ডা চালিয়েছে তার নিন্দা জানাই। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা এ দেশে ঠাঁই হবে না।

তিনি আরো বলেন, প্রথম আলোর সম্পাদক এক সময় আমাদের মহানবীকে নিয়েও কটুক্তি করেছিল তখন আলেমসমাজের কাছে ক্ষমা চাইতে হয়েছিল। ২৬ মার্চের মিথ্যা প্রতিবেদন যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এই ভুলের জন্য জাতির কাছে প্রথম আলো সম্পাদককে ক্ষমা চাইতে হবে।

সংহতি প্রকাশ করে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা দরকার, কিন্তু এই স্বাধীনতা ব্যবহার করে পাকিস্তানি দালালদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে দেওয়া হবে না। প্রথম আলো পত্রিকায় বলা হতো পদ্মা সেতু হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেটা করিয়ে দেখিয়েছেন।

প্রথম আলো সম্পাদকের টাকার হিসাব জাতির সামনে প্রকাশ করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, মতিউর রহমান প্রায় ৪ হাজার কোটি টাকার মালিক। একজন সম্পাদকের এটা কীভাবে সম্ভব? এই সম্পদকের হিসাব এবং তার স্ত্রী পুত্রের সম্পদের দিতে হবে। প্রথম আলো সম্পাদকের গ্রেফতার ও পত্রিকার নিবন্ধন বাতিলের জোর দাবি জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews