বাংলা ফটো নিউজ : সাভারের ভাকুর্তা ইউনিয়ন এলাকা থেকে রমজান আলী (৪৮) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
রোববার (৮ অক্টোবর) সকালে ভাকুর্তার কাইসার চর তালবাগের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত রমজান আলী ভাকুর্তা ইউনিয়নের সেমলাসি ভাড়ারিয়াপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।
সাভার মডেল থানার ভাকুর্তা ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আসওয়াদুর রহমান বলেন, সকালে আমাদের কাছে খবর আসে সড়কে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে গতরাতের যেকোনো সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনা মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply