বাংলা ফটো নিউজ : ৭ বছরের দাবিবিহীন সকল দলিল ধ্বংস করার উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে ফেলার উদ্যোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার অফিস।
আগামী ১ নভেম্বর ২০০৭ সন থেকে ২০১৩ সন পর্যন্ত দাবীবিহীন রেজিস্ট্রিকৃত ও অগ্রাহ্যকৃত উভয় দলিল ধ্বংস করা হবে।
সাভার সাব-রেজিস্ট্রার মো. সিফাতুল্লাহ সাক্ষরিত এক নোটিশে এমন তথ্য জনস্বার্থে প্রচার করা হয়েছে।
সাব-রেজিস্ট্রার মো. সিফাতুল্লাহ জানান, মহাপরিদর্শক নিবন্ধনের কার্যালয় থেকে ২০২২ সনের ২৮ ডিসেম্বর ইস্যু করা আদেশক্রমে ৩ জানুয়ারী ২০২৩ তারিখে ঢাকা জেলা রেজিস্ট্রার সকল দাবিবিহীন দলিল ধ্বংস করার আদেশ দেন।
তবে কোনো দলিলের দাবিদার থাকলে উল্লেখিত সময়ের মধ্যে মূল রশিদের মাধ্যমে দলিল গ্রহণ করতে পারবেন বলেও জানান সাভার সাব-রেজিস্ট্রার।
Leave a Reply