বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে বনগাঁও ইউনিয়ন পরিষদে এ পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় ইউনিয়নের প্রায় আড়াই হাজার মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিম্ন আয়ের প্রতিটি পরিবার ৪৭০ টাকায় পাচ্ছে দুই কেজি মসুর ডাল, দুই কেজি সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল।
বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে নিন্ম আয়ের মানুষের অনেক সুবিধা হচ্ছে। আগামীতেও এই উদ্যোগ অব্যাহত থাকলে উপকৃত হবেন তারা।
সাশ্রয়ী মূল্যে পন্য পেয়ে খুশি নিন্ম আয়ের পরিবার গুলো। তারা বলেন, দেশব্যাপী দ্রব্য মূল্যের বাজার উর্ধ্বমুখীর কারণে বাজারে গিয়ে পন্য ক্রয় করতে হিমসিম খেতে হচ্ছিল। সরকারের এই উদ্যোগের ফলে নিন্ম আয়ের পরিবার গুলো সাশ্রয়ী মূল্যে পন্য ক্রয় করতে পারায় অনেক সুবিধা হয়েছে বলে জানান তারা।
Leave a Reply