বাংলা ফটো নিউজ : কুরিয়ার সার্ভিসে ঢাকার সাভারে আসছিল বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম। এসব ক্রিমের কৌটায় মিলল আড়াই হাজার ইয়াবা বড়ি! এসব কৌটা নিতে আসা দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকার এস এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, পুলিশের কাছে খবর ছিল এস এ পরিবহন পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে করে কক্সবাজার থেকে ইয়াবা সাভারে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে ওই কুরিয়ার সার্ভিসের আশপাশে অবস্থান নেয় পুলিশ।
পরে নির্দিষ্ট গাড়িটি এসে পার্কিং করলে দুই ব্যক্তি গাড়িটির কাছে যায় এবং তাঁদের মালামাল বুঝে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তল্লাশি করে তাঁদের পার্শ্বেলে থাকা নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ফেস ক্রিমের কৌটার ভেতর থেকে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে।
এ সময় বাবুল ও শরিফ নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
Leave a Reply