বাংলা ফটো নিউজ : সাভারে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, অজ্ঞাতনামা দুইব্যক্তি মহাসড়কের পাশে পার্কিংয়ে থাকা ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।পরে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মিলে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও মধুমতি মডেল টাউন এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
Leave a Reply