বাংলা ফটো নিউজ : সাভারে ‘চ্যানেল এস’ এর সাভার প্রতিনিধি রাজীব মাহমুদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তিরমোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আল-আমিন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক রাজীব মাহমুদকে আসামি করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রাজীব মাহমুদকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃশর্তে অব্যহতি দেয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
Leave a Reply