বাংলা ফটো নিউজ : ঢাকার ধামরাই উপজেলা চত্বরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, শিক্ষা অফিসার জাকির হোসেন মোল্লা ও ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন স্টল বরাদ্দ নিয়েছেন উপজেলার ৩০টি স্কুলের শিক্ষার্থীরা।
Leave a Reply