বাংলা ফটো নিউজ : সাভার নামাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৩টি তুলার গোডাউন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নামা বাজারের বাশপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, ফারুক ও মাহফুজের মালিকানাধীন তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকান গুলোতে। এ সময় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ব্যর্থ হয়ে খবর দেয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।
ততক্ষনে আগুনে পুড়ে গেছে গোডাউনের মালামালসহ কয়েকটি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
Leave a Reply