বাংলা ফটো নিউজ : সাভারে মজুরি বৃদ্ধি ও কারখানা বন্ধের প্রতিবাদসহ একাধিক দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা। এতে প্রায় দুই ঘন্টা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে সাভারের উলাইল এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
শ্রমিকরা জানান, গত ডিসেম্বর মাসে ওভারটাইম ও পিসরেট মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিলেন মজুরি বাড়াবে। কিন্তু বাড়ায়নি। এনিয়ে আমরা কারখানায় গতকাল মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে মালিকপক্ষ আলোচনা করতে অস্বীকার করে এবং উল্টো আজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি বলে জানান শ্রমিকরা।
এসময় শ্রমিকরা পার্শ্ববর্তী আল লিমা গার্মেন্টস ও আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের তাদের সাথে রাস্তায় নামতে আহ্বান জানায়। এতে সাড়া না পেয়ে কয়েকজন শ্রমিক আল লিমা গার্মেন্টস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুল কবীর বলেন, সকালে ডায়নামিক সোয়েটার কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে। এ সংবাদ পেয়ে আমরা পুলিশসহ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে আসি। এসময় পার্শ্ববর্তী আল লিমা গার্মেন্টস ভাঙচুরের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই শ্রমিককে আটক করা হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply