বাংলা ফটো নিউজ : অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের চলমান অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন সাভার উপজেলার ইটভাটার মালিক ও শ্রমিকরা।
রোববার (৯ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
ইটভাটার মালিকরা অভিযোগ করে বলেন, সরকার বিনা নোটিশে ইটভাটা ভেঙে দিচ্ছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। এসময় তারা সরকারকে বিনা নোটিশে ইটভাটা ভাঙা বন্ধ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে ইটভাটার মালিক ও শ্রমিকরা
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
Leave a Reply