বাংলা ফটো নিউজ : সাভারে রান্না করার সময় আগুনে দগ্ধ হওয়া এক নারী পোশাক শ্রমিককে দেখতে গিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
শনিবার (২১ জুন) রাতে সাভার পৌরসভার বনপুকুর এলাকায় আগুনে দগ্ধ ওই পোশাক শ্রমিক মায়া আক্তারের ভাড়া বাসায় ছুটে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোরশেদ আলম বলেন, আমৃত্যু পর্যন্ত তিনি গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন। কারণ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল। একের পর এক মামলা দিয়ে যখন তাকে ঘর ছাড়া করেছিলেন তখন তিনি এই গরিব অসহায় মানুষের আশ্রয়ে আত্মগোপনে থেকে নিজের জীবন বাঁচিয়ে ছিলেন। তারপর থেকেই তিনি গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন।
এসময় সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, সাভার পৌরসভার বনপুকুর এলাকার সাইফুল ইসলামের মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক মায়া আক্তার রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।
Leave a Reply