বাংলা ফটো নিউজ :
সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত (রেডিও কলোনির স্কুল মাঠে) কোরবানির পশুর হাটে বিক্রির জন্য উঠেছে তিন লাখ টাকা দামের দুইটি ছাগল। এখন পর্যন্ত এটিই এ হাটে সর্বোচ্চ দামের ছাগল। রাম জাতের এ ছাগল দুইটির ওজন ৩০০ কেজি।
তিন লাখ টাকা দাম হাঁকা হলেও এখন পর্যন্ত ছাগল ২টি কিনতে সর্বোচ্চ ২ লাখ টাকা দাম প্রস্তাব করেছেন একজন ক্রেতা। কিন্তু ছাগল ২টি এখনো বিক্রি হয়নি।
Leave a Reply