বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাভার উপজেলা শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পর এই প্রথম শুক্রবার (১০ জুন) বিকাল চারটায় ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়।
পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ১৫তম ব্যাচ ইতিহাস বিভাগের জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- আলাউদ্দিন, খান মো: ইকবাল, মজিবুর রহমান খান নিপুন, রাসেল খান স্বাধীন, মোস্তাফিজুর রহমান, মো: শামীম, অর্জুন সাহা, ডা, নাঈম, শফিউল্লাহ সুজন, মোহাম্মদ আলী বিজয়, সিরাজুল ইসলাম সুমন, আক্কাস সিদ্দীক, ফাহাদ হোসেন ও আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান শিক্ষার্থীদের নেটওয়ার্কিং ও স্কিল ডেভেলপমেন্টসহ অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং বৃত্তি প্রদানের পাশাপাশি সামগ্রিক উন্নয়নে প্রাক্তনদের অংশীদার করার লক্ষ্যে এ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
Leave a Reply