বাংলা ফটো নিউজ : ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে উদ্বোধন করা হলো প্রজাপতি মেলা ২০২৩।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে ১৩তম এ প্রজাপতি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম।
এ সময় বেলুন ও জীবন্ত প্রজাপতি উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে সেখানে নানা বয়সী মানুষের অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এবারের প্রজাপতি মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জহির রায়হানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মেলায় শিশুদের চিঙ্কাকন প্রতিযোগীতা, পাপেট শো, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, প্রজাপতির হাট প্রদর্শন, জীবন্ত প্রজাপতি দেখার আয়োজন করা হয়। এছাড়া মেলায় বিভিন্ন স্টলে রয়েছে প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাতির আদলে তৈরি করা বিভিন্ন গ্রহনা।
প্রজাপতি মেলায় স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণে মেলা আয়োজন ও প্রজাপতি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করা ও প্রজাপতি সংরক্ষনে নানা প্রদক্ষেপ নেওয়ার জন্য প্রতি বছর এই মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রজাপতি মেলার আয়োজক কমিটির আহবায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন ।
Leave a Reply